Sunday, October 23, 2016

thumbnail

বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান বলা হয় সাব্বির

বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান বলা হয় সাব্বির
রহমানকে। ধুম ধাড়াক্কা এ ব্যাটসম্যানের টেস্ট দলে অন্তর্ভুক্তিতে অনেকেই অবাক
হয়েছেন। তবে নিজেকে বরাবরই তিন সংস্করণের ক্রিকেটার দাবী করেছিলেন সাব্বির। আর
তার প্রমাণ রাখলেন চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টেই। তাকে ঘিরে স্বপ্ন দেখছে
বাংলাদেশ। শেষ দিনে আর ৩৩ রান করতে পারলেই জয় পাবে টাইগাররা। অপরদিকে জয় পেতে
মরিয়া হয়েই শেষ দুই উইকেট চায় ইংল্যান্ড।

দিনের শেষদিকে সাব্বির-তাইজুলের দারুণ প্রতিরোধে প্রথম টেস্ট পঞ্চম দিনে নিতে
সক্ষম হয়েছে বাংলাদেশ। তবে সোমবার সকালেই চট্টগ্রাম টেস্টের যে নিষ্পত্তি হয়ে
যাচ্ছে, তা প্রায় বলেই দেওয়া যায়।

এদিন সাকিব আল হাসান আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির। দলের রান তখন ১৪০।
দুইশত রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা বাংলাদেশের; কিন্তু তা হতে দিলেন না
অধিনায়ক মুশফিকুর

Friday, October 21, 2016

thumbnail

ইংলিশদের বিপিএল খেলার পরামর্শ মঈন আলীর

আর কিছুদিন পরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়ানোর কাজ শেষ করে ফেলেছে। তবে বাংলাদেশে অনুষ্ঠেয় বিপিএলে অংশ না নিতে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংস্থা (পিসিএই) ইংলিশ খেলোয়াড়দের সতর্ক করলেও মঈন আলী সতীর্থদের বিপিএল খেলতে আসতে আশ্বস্ত করছেন।  

বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থাকে `সেরা’ আখ্যায়িত করে মঈন আলী বলেন, `আমার মতে সবকিছু ভালোই মনে হচ্ছে। সত্যি বলতে কি, নিরাপত্তার দিক দিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সেরাটাই আমার এখানে পেয়েছি। অন্য দেশকে এর চেয়ে ভালো নিরাপত্তা দিতে হলে বেশ কষ্টই করতে হবে।`

বিপিএলের এবারের আসরে বিভিন্ন দলে ডাক পেয়েছেন রবি বোপারা, টাইমাল মিলস, বেনি হাওয়েল, রিকি ওয়েসেলস, সামিট পাটেল, রিচার্ড গ্লিসন, জোশ কবের মতো ইংলিশ ক্রিকেটাররা। গ্লিসন এরই মধ্যে বলেছেন, তিনি বিপিএলে খেলবেন। 

এদিকে ২০১৩ সালে বিপিএল খেলে যাওয়া মঈন আলী বলেন, `আমি এত ভয় পাওয়ার কিছু দেখছি না। আমি জানি পিসিএ খেলোয়াড়দের মেইল পাঠিয়েছে। যদিও জানি না, তাদের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কি না। তবে না আসার তো কোনো কারণ দেখছি না।

thumbnail

বিপিএলে রাজশাহীর নেতৃত্ব দেবেন ড্যারেন সামি


আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। তবে এর আগেই এ আসরের আমেজ ফুটে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী কিংসের লোগো উম্মচন করা হয়। পাশাপাশি দলটির জার্সি উম্মোচন ও অধিনায়কের নাম ঘোষণা করা হয়।

রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে রাজশাহী কিংসের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসকে নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামি। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিয়ে দুইবার বিশ্বকাপ এনে দিয়েছেন এ তারকা। প্রথমবারের মতো বিপিএলে এসে এ কারিবীয়র হাত ধরে শিরোপা জিততে চায় দলটি। দলের কোচের দায়িত্বে থাকবেন সারোয়ার ইমরান।

এদিন শুরুতে লোগো উন্মোচন করা হয়। এরপর ক্যাটওয়াকের মাধ্যমে জার্সি উম্মোচন করেন মডেলরা। তাদের সঙ্গে ক্যাটওয়াকে যোগ দেন সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মুমিনুল হক সৌরভ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদারসহ দলের সব খেলোয়াড়।

রাজশাহী কিংস দলের খেলোয়াড়বৃন্দ:
দেশি ক্রিকেটার: সাব্বির রহমান রুম্মন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, রকিবলু হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সাদমান হোসেন ও এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটার: ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), মিলান্ডা শিরিবর্ধনা (শ্রীলঙ্কা), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা) ও সামিত প্যাটেল (ইংল্যান্ড)।
thumbnail

বিপিএলে মাশরাফির প্রথম লক্ষ্য সেমিফাইনাল


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হতে আর ২০ দিনও বাকি নেই। আড়ালে-অন্তরালেই চলছে ফ্রাঞ্চাইজিগুলোর প্রস্তুতি। তবে আগের তিন আসরে যেভাবে টুর্নামেন্ট শুরুর আগে একটা সাজ সাজ রব পড়ে যেতো, এবার তেমনটি হচ্ছে না। কারণ, এখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলছে ক্রিকেট সিরিজ। ওয়ানডের পর এখন সবাই ব্যাস্ত টেস্ট সিরিজ নিয়ে।

এরই ফাঁকে ফ্রাঞ্চাইজিগুলো ব্যস্ত তাদের সর্বশেষ প্রস্তুতি নিতে। জাতীয় ক্রিকেট লিগ পিছিয়ে দিয়ে ফ্রাঞ্চাইজিগুলো তাদের ক্রিকেটারদের ডেকে নিয়েছে প্রস্তুতি নেয়ার জন্য। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও পিছিয়ে নেই। তারাও প্রস্তুতিতে সর্বশেষ পোচটা দিতে ব্যস্ত।

গত আসরের চ্যাম্পিয়নদের দৃষ্টি এবারও শিরোপার দিকে। এই লক্ষ্যে তাদের অভিযাত্রার পথে সবচেয়ে বড় নাবিক বলুন আর ট্রাম্প কার্ড বলুন, তিনি হলেন মাশরাফি বিন মর্তুজা। দলের অধিনায়কও বটে। তার অধীনেই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। তবে, অন্যভাবে বললে, বিপিএলের গত তিন আসরের চ্যাম্পিয়নই হলেন বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সির অধিনায়ক।

গত তিন আসরের ধারাবাহিকতায় এবারও মাশরাফি শিরোপার মুকুট পরতে চাইতে পারেন। তবে, আপাতত তার দৃষ্টি বিপিএলের সেমিফাইনালের দিকেই। তিনি প্রথমেই নিশ্চিত করতে চান, দল সেমিফাইনালে খেলছে- এই ব্যাপারটি।

একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। দলের প্রতিটি সদস্যই খুব ভালো খেলে। তারা আগে কোথায় খেলতো, সেটা কোন বিষয় নয়। তবে, অবশ্যই তারা খুব ভালো ক্রিকেটার। যদি সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারে, তাহলে নিশ্চিত আমরা একটা ভালো ফল অবশ্যই করতে পারবো। তবে আমাদের প্রথম লক্ষ্য হলো, অবশ্যই সেমিফাইনাল নিশ্চিত করতে হবে।’
thumbnail

অনুশীলনে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স


আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। তবে এর আগেই রণ-দামামা শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। এ লক্ষ্যে এবারের আসরের প্রস্তুতির জন্য অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স । প্লেয়ার ড্রাফটের মাধ্যমে এরই মধ্যে ভারসাম্যপূর্ণ এবং অন্যতম শক্তিশালি একটি দল গড়তে সক্ষম হয়েছে তারা। দলটির আইকন খেলোয়াড় এবং অথিনায়ক হিসাবে এবারও থাকছেন দেশ সেরা পেসার ও বাংলাদেশ দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


বিপিএলের চতুর্থ আসরকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে মঙ্গলবার সকাল ৯টায় বিকেএসপির চার নম্বর মাঠে অনুশীলন শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে দুই সেশনে ফিটনেস ও ফিল্ডিং অনুশীলন করে কুমিল্লার ক্রিকেটাররা। সহকারি কোচ রাজিন সালেহ এবং লজিস্টিক্স ম্যানেজার আহসানউল্লাহ হাসান ক্যাম্প পরিচালনার জন্য সার্বিক তত্বাবধানে রয়েছেন।


দেশীয় ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিন সাতজন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তবে ছুটিতে থাকায় এদিন অনুশীলনে যোগ দেননি ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত এবং নাহিদুল ইসলাম। এছাড়া জাতীয় দলের সঙ্গে থাকায় ইমরুল কায়েস এবং ইনজুরির কারণে লিটন দাসও ক্যাম্পে উপস্থিত হতে পারেননি।

দল নিয়ে কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আজই মূলতঃ প্রথম মাঠে নামা দলকে নিয়ে। হালকা অনুশীলন আর পরিচিতি পর্ব হয়েছে। কাল থেকে চূড়ান্ত কাজ শুরু করব। আমি প্লেয়ার ড্রাফটে যাদেরকে দলে পেয়েছি, সবাই খাঁটি পারফর্রমার। দারুণ আশাবাদী এই দলটি নিয়ে। আর মাশরাফির মত ক্রিকেটার যে দলে থাকে তখন দলের উপর বিশ্বাস আরও বেড়ে যায়। তারুণ্য নির্ভর দলটির মধ্যে আমি ভালো সম্ভবনা দেখতে পাচ্ছি।’

Thursday, October 20, 2016

thumbnail

চিটাগাং ভাইকিংসের মিডিয়া পার্টনার আরটিভি


জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল’র অন্যতম ফ্রাঞ্চাইজি চিটাগাং ভাইকিংস। দলটির আইকন খেলোয়ার চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ হাজার রান সংগ্রাহক এই ক্রিকেটার দলটির ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি বছরের আসরে তামিমদের মিডিয়া পার্টনার হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভি। 

রাজধানীর কারওয়ান বাজারস্থ আরটিভির কার্যালয়ে গতকাল শনিবার (১৫ অক্টোবর) বিকেলে এ বিষয়ে দুপক্ষের মধ্যে হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আরটিভির পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং চিটাগাং ভাইকিংসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন, স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ডিবিএল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ চুক্তি স্বাক্ষর করেন। 

এসময় ডিবিএলের ডিএমডি আব্দুল কাদির, আরটিভির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিব ভূইয়া, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান শিকদার, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব প্রমূখ উপস্থিত ছিলেন। 

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে, চিটাগাং ভাইকিংসের সঙ্গে যুক্ত হওয়া বলে জানান, আরটিভির ভাইস চেয়ারম্যান। আরটিভির সঙ্গে চুক্তি সাফল্যের তাকিদকে আরো বাড়িয়ে দিলো বলে মন্তব্য চিটাগাং ভাইকিংসের স্বত্ত্বাধিকারীর।


thumbnail

বিপিএলের চতুর্থ আসরে নেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। এর আগে তিনটি আসরেই দারুণ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। তবে চতুর্থ আসরে থাকছে না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান। জাগোনিউজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক।

এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে মঞ্চ মাতাতে দেশি তারকাদের সঙ্গে ছিলেন ভারতীয় নাম করা কয়েকজন তারকাও। সেবার ভারত থেকে এসেছিলেন বাপ্পি লাহিড়ী, মালাইকা আরোরা ও বিপাশা বসুর মত তারকারা। দ্বিতীয় আসরে আরও জমজমাট আয়োজন করে বিপিএল। ভারতীয় সুনিধি চৌহান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামও এসেছিলেন সেবার।

এরপর তৃতীয় আসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতায় বলিউডের আরও বড় তারকারা। কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) সঙ্গে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ঋত্বিক রোশনের মত তারকারা। এছাড়াও প্রতি আসরেই ছিলেন দেশীয় শীর্ষস্থানীয় তারকারা।

তবে কেন এ আসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, জানতে চাইলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান মল্লিক। তবে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

thumbnail

বিপিএল ২০১৬ এর সূচি


বিপিএলের খসড়া সূচি

তারিখ
সময়
ম্যাচ
ভেন্যু
৪-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
ঢাকা
৪-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস

৫-১১-২০১৬
২:৩০
চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস
ঢাকা
৫-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
৬-১১-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
ঢাকা
৬-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও খুলনা টাইটানস
ঢাকা
৮-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস
ঢাকা
৮-১১-২০১৬
৭:০০
চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ঢাকা
৯-১১-২০১৬
২:৩০
খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
ঢাকা
৯-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
১১-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
ঢাকা
১১-১১-২০১৬
৭:০০
খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
১২-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
ঢাকা
১২-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
১৩-১১-২০১৬
২:৩০
বরিশাল বুলস ও রাজশাহী কিংস
ঢাকা
১৩-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
ঢাকা
১৭-১১-২০১৬
২:৩০
চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস
চট্টগ্রাম
১৭-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও রংপুর রাইডার্স
চট্টগ্রাম
১৮-১১-২০১৬
২:৩০
চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস
চট্টগ্রাম
১৮-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
চট্টগ্রাম
১৯-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
চট্টগ্রাম
১৯-১১-২০১৬
৭:০০
চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস
চট্টগ্রাম
২১-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
চট্টগ্রাম
২১-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস
চট্টগ্রাম
২২-১১-২০১৬
২:৩০
খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স
চট্টগ্রাম
২২-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
চট্টগ্রাম
২৫-১১-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
ঢাকা
২৫-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও খুলনা টাইটানস
ঢাকা
২৬-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস ঢাকা
ঢাকা
২৬-১১-২০১৬
৭:০০
খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
ঢাকা
২৭-১১-২০১৬
২:৩০
বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
২৭-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
২৯-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
ঢাকা
২৯-১১-২০১৬
৭:০০
খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
৩০-১১-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
৩০-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও রাজশাহী কিংস
ঢাকা
০২-১২-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও বরিশাল বুলস
ঢাকা
০২-১২-২০১৬
৭:০০
ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
০৩-১২-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
ঢাকা
০৩-১২-২০১৬
৭:০০
রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
০৪-১২-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
ঢাকা
০৪-১২-২০১৬
৭:০০
ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
ঢাকা
০৬-১২-২০১৬
২:৩০
এলিমিনেটর
ঢাকা
০৬-১২-২০১৬
৭:০০
প্রথম কোয়ালিফায়ার
ঢাকা
০৮-১২-২০১৬
৭:০০
সেমিফাইনাল
ঢাকা
১০-১২-২০১৬
৬:৩০
ফাইনাল
ঢাকা
thumbnail

ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে গেছে বিপিএলের খসড়া সূচি

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন করে ফিরে আসা রাজশাহী কিংসের খেলা দিয়ে আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের চতুর্থ আসর। এরই মধ্যে খসড়া সূচি হয়েও গেছে। তা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে চলে গেছে।

তবে সেটাই চূড়ান্ত নয়। কারণ চিটাগাং ভাইকিংসের ১৭, ১৮ ও ১৯ নভেম্বর পর পর তিন খেলা পরে যাওয়ায় তাতে অাসছে পরিবর্তন। আর জুমুয়ার নামাজের জন্য সময় সূচিও একটু রদবদল ঘটবে। জুমুয়ার দিন আধ ঘণ্টা পরে খেলা শুরু হবে।

তার চেয়ে বড় খবর, বিপিএলের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, ‘এম এ আজিজ স্টেডিয়ামে খেলা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। বেশ কিছু যুক্তিযুক্ত কারণেই এম এ আজিজে খেলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। খেলা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।’

বিপিএলের খসড়া সূচি

তারিখ
সময়
ম্যাচ
ভেন্যু
৪-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
ঢাকা
৪-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস

৫-১১-২০১৬
২:৩০
চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস
ঢাকা
৫-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
৬-১১-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
ঢাকা
৬-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও খুলনা টাইটানস
ঢাকা
৮-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস
ঢাকা
৮-১১-২০১৬
৭:০০
চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ঢাকা
৯-১১-২০১৬
২:৩০
খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
ঢাকা
৯-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
১১-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
ঢাকা
১১-১১-২০১৬
৭:০০
খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
১২-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
ঢাকা
১২-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
১৩-১১-২০১৬
২:৩০
বরিশাল বুলস ও রাজশাহী কিংস
ঢাকা
১৩-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
ঢাকা
১৭-১১-২০১৬
২:৩০
চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস
চট্টগ্রাম
১৭-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও রংপুর রাইডার্স
চট্টগ্রাম
১৮-১১-২০১৬
২:৩০
চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস
চট্টগ্রাম
১৮-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
চট্টগ্রাম
১৯-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
চট্টগ্রাম
১৯-১১-২০১৬
৭:০০
চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস
চট্টগ্রাম
২১-১১-২০১৬
২:৩০
ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
চট্টগ্রাম
২১-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস
চট্টগ্রাম
২২-১১-২০১৬
২:৩০
খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স
চট্টগ্রাম
২২-১১-২০১৬
৭:০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
চট্টগ্রাম
২৫-১১-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
ঢাকা
২৫-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও খুলনা টাইটানস
ঢাকা
২৬-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস ঢাকা
ঢাকা
২৬-১১-২০১৬
৭:০০
খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
ঢাকা
২৭-১১-২০১৬
২:৩০
বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
২৭-১১-২০১৬
৭:০০
রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
২৯-১১-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
ঢাকা
২৯-১১-২০১৬
৭:০০
খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
৩০-১১-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
ঢাকা
৩০-১১-২০১৬
৭:০০
বরিশাল বুলস ও রাজশাহী কিংস
ঢাকা
০২-১২-২০১৬
২:৩০
রংপুর রাইডার্স ও বরিশাল বুলস
ঢাকা
০২-১২-২০১৬
৭:০০
ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
০৩-১২-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
ঢাকা
০৩-১২-২০১৬
৭:০০
রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস
ঢাকা
০৪-১২-২০১৬
২:৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
ঢাকা
০৪-১২-২০১৬
৭:০০
ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
ঢাকা
০৬-১২-২০১৬
২:৩০
এলিমিনেটর
ঢাকা
০৬-১২-২০১৬
৭:০০
প্রথম কোয়ালিফায়ার
ঢাকা
০৮-১২-২০১৬
৭:০০
সেমিফাইনাল
ঢাকা
১০-১২-২০১৬
৬:৩০
ফাইনাল
ঢাকা

About

Labels

What's Trending in Videoism

Featured Vidoes